বাগেরহাটে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত
বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ফলতিতা এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চার জনসহ ৫ জন নিহত হয়েছে। এ সময় পিকআপে থাকা আরো ৩ আরোহী গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের ফলতিতা বাজার এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে। নিহতরা সবাই পিকআপের আরোহী ছিলেন।
নিহতরা হলেন- ফকিরহাট উপজেলার দোহাজারী গ্রামের ফটিক দাসের ছেলে নীল কমল দাস(৪৫) ও বল রাম দাস (৩৫) এবং তাদের ভাগ্নে এই গ্রামের শুভাষ দাসের ছেলে শ্যাম দাস (৩০) ও কার্তিক দাসের ছেলে পানু দাস (৩৮)। নিহত অপর আর একজন পিকআপ ভ্যানের ড্রাইভার (৪০)। তার নাম পরিচয় জানা যায়নি।
বাগেরহাটের হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস (ঢাকা মেট্টো ন-১১-০৩৫৮) নামের একটি পরিবহন ঘটনা স্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের (খুলনা মেট্টো ভ-১১-৭৯৫০) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানে থাকা ৫ আরোহীর মৃত্যু হয়।
নিহতরা ফকিরহাট থেকে সাদা মাছ নিয়ে পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলায় বিক্রি করে বাড়ি ফিরছিলেন। তারা সকলে মাছ ব্যবসায়ী বলে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান।