কুষ্টিয়ার বটতৈলে ট্রাক থামিয়ে চাঁদাবাজি! চালক ও হেলপারকে পিটিয়ে জখম


ইঞ্জি.আকরাম সুজন, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার বটতৈল আলমডাঙ্গা সড়কে ট্রাক থামিয়ে চাঁদাবাজি করার সময় ট্রাক চালক ও হেলপারকে রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। এ সময় চালকের কাছে থাকা নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ওই সন্ত্রাসীরা। এ ঘটনায় কুষ্টিয়ার বটতৈল আলমডাঙ্গা-পোড়াদাহ সড়কে প্রায় ঘন্টাব্যাপি ৪ কি:মি: যানজট সৃষ্টি হয়। এতে শত শত যানবাহন আটকা পড়ে চরম দূর্ভোগে পরে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা ও যাত্রী পথচারীরা। পরে সংবাদ পুলিশ পেয়ে ঘটনাস্থলে পৌছে যানজট নিরসন করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আহত চালক ও স্থানীয়রা জানান, বটতৈল এলাকার উজ্জ্বল, বাহার, রুবেল-সহ ৪/৫ জন স্থাীয় চাঁদাবাজরা দীর্ঘদিন ধরে এ সড়কে নছিমন, ট্রাক থামিয়ে চাঁদাবাজি করে আসছে। ১৭ নভেম্বর, শনিবার আলমডাঙ্গা থেকে আসা (চুয়াডাঙ্গা ট-১১-৭১৮) ট্রাকটি বটতৈল অভিমুখে আসার সময় ওই চাঁদাবাজরা ট্রাকটিকে থামানোর চেষ্টা করে। এ সময় ট্রাক চালক একটু দুরে গিয়ে থামালে চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে ট্রাকের চালক ও হেলপারকে ট্্রাক থেকে টেনে হিছড়ে নামানোর চেষ্টা করে। এ পর্য়ায়ে চালক ও হেলপারকে নামিয়ে রড দিয়ে বেধরক পিটিয়ে তাদের হাত-পা ভেঙ্গে দেয় এবং চালকের কাছে থাকা ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় চালক ও হেলপারের আত্বচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে চাঁদাবাজরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা চালক মুক্তার আলী (৪০) ও হেলপার জাহাঙ্গীর (৩৫) কে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *