সুনামগঞ্জ ছাতক সরকারি মডেল হাই স্কুলের শিক্ষিকা সুমি ম্যাডাম তার স্বামীসহ কোচিং বানিজ্যে লক্ষাধিক টাকা লুটে নিচ্ছে।
ষ্টাফ রিপোটার: সুনামগঞ্জ জেলার ছাতক মডেল সরকারি হাই স্কুলের সহকারি শিক্ষিকা সুমি ম্যাডাম এবং তার স্বামী অন্য স্কুলের শিক্ষক থাকা সত্বেও ছাতক সরকারি মডেল হাই স্কুলের ছাত্র/ছাত্রীদের কে নিজ বাসাতে প্রাইভেটের নামে লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছে। স্বরজমিন পর্যবেক্ষনে অত্র পত্রিকার প্রতিনিধি দ্বয় দেখতে পায়। শতাধিক ছাত্র/ছাত্রী সকালে দুই ব্যাচ এবং বিকালে দুই ব্যাচ আকারে প্রত্যেক ছাত্র/ছাত্রী থেকে পাঁচশত টাকা হারে কোচিং ফি নিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। সরকারি প্রজ্ঞাপনে শিক্ষকদের কোচিং নিষেদ্ধের নির্দেশনা থাকা সত্বেও ছাতক সরকারি মডেল হাই স্কুলের শিক্ষিকা সুমি ম্যাডাম তা মানছেন না। সৌজন্যে সাক্ষাৎকারে সুমি ম্যাডাম ব্যাক্ত করেন প্রধান শিক্ষক সহ দেশের কোনো ক্ষমতাধর আমার প্রাইভেট পড়ানো বন্ধ করতে পারবেন না। এমনকি সরকারও বন্ধ করতে পারবে না আমার কোচিং সেন্টার। আপনারা সাংবাদিক আমার বিরুদ্ধে লিখে কোনো কিছু করার ক্ষমতা রাখেন না। সুতরাং যতই পারেন লিখতে থাকেন, আমি আমার প্রাইভেট চালিয়ে যাব। সরকার যদি পারে কিছু করতে সেটা আমি দেখে নিব। সুমি ম্যাডামের স্বামী অন্য স্কুলের সহকারি শিক্ষক তার ভাষ্য আমি যে কোনো স্কুলের ছাত্র/ছাত্রীদের পড়াব কিন্তু কোনো কর্তৃপক্ষের আদেশ লাগবে না। আমার বাসা বাড়িতে আমি এবং আমার শিক্ষিকা স্ত্রী সুমি ম্যাডাম প্রাইভেট পড়াব সরকার যদি কিছু করতে পারে করতে বলেন।
(বিস্তারিত আগামীতে)