বাগেরহাটে ফকিরহাটে পত্রিকার হকারকে মারধর, বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটের পত্রিকার হকার মোঃ গাউস শেখ (৪৪) কে মারধর করে বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আট্টাকি গ্রামে গাউসের ক্রয়কৃত সম্পত্তি দখলে নিতে এ হামলা চালায় ঐ জমির বিক্রেতা আছির উদ্দিনসহ তার ছেলেরা। পরে স্থানীয়রা গাউসকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে।এ খবর পেয়ে বাগেরহাটের বিভিন্ন গনমাধ্যম কর্মীরা হাসপাতালে ছুটে যান এবং গাউসের চিকিৎসার বিষয়ে খোজ খবর নেন। এসময় গনমাধ্যম কর্মীরা গাউসের উপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।গাউসের স্ত্রী রুনা বেগম জানান, ২০১১ সালে তার স্বামী গাউস শেখ একই এলাকার আছির উদ্দিনের কাছ থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকায় ৩ কাটা জমি ক্রয় করে। পরে গাউস সেই জমিতে গাছ রোপনসহ ঘর তৈরি করে বসবাস করেন। ৮ বছর পর মঙ্গলবার সন্ধ্যায় আছির উদ্দিন এবং তার তিন ছেলে মোজাহের, বেল্লাল ও ইমরান আমাদেরকে ঐ জমি থেকে উচ্ছেদের জন্য বাড়ি ঘর ভাংচুর করে। বাধা দিতে গেলে আমার স্বামীকে লাটিসোটা দিয়ে এলোপাথারী মারপিট করে এবং ইট দিয়ে মাথায় আঘাত করে। পরে তাকে অচেতন অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। আমরা এ ঘটনার সুষ্ট বিচার চাই।ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু জাহেদ জানান, হামলা ঘটনা শুনেছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।