বেনাপোল সীমান্তে ৮৮৫ বোতল ফেন্সিডিল জব্দ
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল সীমান্তে ৮৮৫ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। সোমবার ভোরে বেনাপোল সীমান্তের ঘিবা এলাকার মাঠ থেকে এ ফেন্সিডিল জব্দ করা হয়।বিজিবি সূত্রে জানায়, গোপন খবরের ভিত্তিতে ভোরে বেনাপোল সীমান্তের ঘিবা এলাকার মাঠে অভিযান পরিচালনা করা হয়। এই সময় কয়েকজন অজ্ঞাত লোক বস্তা মাথায় বহন করে ভারত হতে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে বিজিবি টহল দল কর্তৃক তাদেরকে ধাওয়া করলে চোরাকারবারীরা বস্তাগুলো ফেলে দৌড়ে পালিয়ে যায়।পরে সেখান থেকে পরিতাক্ত অবস্থায় ৮৮৫ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়।এই সময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক জানান, আটককৃত মাদকদ্রব্য যশোর ব্যাটালিয়নে জমা দেওয়া হয়েছে।