গোপালপুরে পাট চাষীদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের অধীনস্থ পাট অধিদপ্তর কৃর্তক বাস্তবায়নাধীন ‘উচ্চ ফলনশীল (উফশী) পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পাট পচন’ প্রকল্পের আওতায় টাঙ্গাইলের গোপালপুর পাট অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পাট চাষীদের দিনব্যাপী কর্মশালা ২৩ এপ্রিল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সানোয়ার হোসেন। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় পাট অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক স্বপন কুমার সরকার, বিএডিসি টাঙ্গাইলের উপ-পরিচালক (বীজ ও বিপনন) মো. ছাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার মো. ফরিদুল হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার রাকিবুল হাসান, উপজেলা পাট উন্নয়ন অফিসার মো. আজমত আলী আকন্দ, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা বিনতা কর্মকার মুন্নি প্রমুখ পাট চাষীদের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন। এতে উপজেলার একশতজন পাট চাষী অংশ গ্রহন করেন।