ইসলামপুরে প্রতারক সিন্ডিকেটের ৪সদস্য আটক
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে প্রতারক সিন্ডিকেটের ৪সদস্যকে আটক করেছে ইসলামপুর থানা পুলিশ। জানা যায়,ইসলামপুর পৌর এলাকার কিংজাল্লা গ্রামের এমদাদুল ইসলাম রকি ও তার স্ত্রী ইসরাত জাহান ইশিতা,মেলান্দহের আমবাড়িয়া মিয়া বাড়ি গ্রামের আব্দুল্লাহিল জাকির ও রাফি আজল ইসলাম ওরুফে রকি দীর্ঘ দিন ধরে এডিপিসহ বিভিন্ন ব্যাংকের লোন পাইয়ে দেওয়ার কথা বলে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। বুধবার রাতে ওই প্রতারক চক্রটি ময়মনসিংহের বালিয়াপাড়া সদর থানার নুর মোহাম্মদ শিবলীকে জামালপুরের ইসলামপুরে ডেকে এনে জিম্মি করে ৫লাখ টাকা মুক্তিপণ দাবী করে এবং মুক্তিপনের টাকার জন্য বাড়িতে ফোনে যোগাযোগ করতে বলে তারা। এক পর্যায়ে বাধ্য হয়েই বিষয়টি ফোনে পরিবারের লোকজনকে জানায় শিবলী। এ খবর পেয়ে পরিবারের লোকজন কৌশলে পুলিশের সহযোগিতা নেন। পরে ইসলামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে পৌর এলাকার দরিয়াবদ গ্রাম থেকে বুধবার দিবাগত রাতে নারীসহ ওই প্রতারক চক্রের ৪সদস্যকে আটক করে এবং শিবলীকে উদ্ধার করে । এব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুজ্জান খান জানান,আটককৃত প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নিতে আদালতে পাঠানো হয়েছে।