ঘোড়াঘাট উপজেলায় হাঁস মালিক পক্ষের মারপিটে ক্ষেত মালিক ও তার স্ত্রী আহত ॥
মো: আফজাল হোসেন ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় হাঁস মালিক পক্ষের বেদম মারপিটে আমন ধান ক্ষেতের মালিক ও স্ত্রী গুরুত্বর রক্তাক্ত জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, থানায় অভিযোগ দাখিল। ঘটনাটি ঘটেছে ঘোড়াঘাট থানার বেগুন বাড়ী গ্রামে। বেগুনবাড়ী গ্রামের খোশবার আলীর পুত্র রহুল আমিন বাদী হয়ে গত বুধবার ঘোড়াঘাট থানায় অভিযোগ দাখিল করেন। অভিযোগ ও ঘটনাস্থলে নাসিমা, ফরিদা সহ কয়েকজন জানান, গত ৭ আগষ্ট মঙ্গলবার বেগুনবাড়ী গ্রামের খোশবার আলীর স্ত্রী হোসনেয়ারার আমন ধান ক্ষেতে কিছু হাঁস ক্ষেত নষ্ট করতে থাকে। হোসনেয়ারা খোয়াড়ে দেয়ার জন্য হাঁস গুলি ধরে বাড়িতে নিয়ে যায়। এ সময় হাঁস মালিক পক্ষ আশরাফুল, কহিনুর ও সম্পা চড়াও হয়ে হোসনেয়ারার বাড়ীতে গিয়ে তাকে মারপিট করে চলে যায়। সন্ধ্যা ৬টার দিকে উক্ত ব্যক্তিরা লাঠি ও লোহার রড নিয়ে আবারও বাড়ীর দরজা ভেঙ্গে হোসনেয়ারার বাড়ীতে প্রবেশ করে ভাংচুর ও গৃহের মধ্যে ঢুকে ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় এবং হোসনেয়ারা ও তার স্বামী খোশবারকে মারপিট করে গুরুত্বর রক্তাক্ত জখম করে। পরে আহতদের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে খোশবারের পুত্র রুহুল আমিন বাদী হয়ে ঘোড়াঘাট থানায় অভিযোগ দাখিল করেন।