চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও ইউনিসেফের সহযোগীতায় বেলা ১১টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জনের কার্যালয় মিলনায়তনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আরএমও ডা. মাসুদ রানার সভাপতিত্ব এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. আজিজুর রহমান জানান, ২৫ এপ্রিল’১৫ সকাল থেকে চুয়াডাঙ্গায় ৯৬৯টি কেন্দ্রে ৮৮৮টি আউটরিচ, স্থায়ী, অতিরিক্ত ও ভ্রাম্যমান টিকাদান কেন্দ্রে ২ হাজার ৯০৭ জন স্বেচ্ছাসেবক টিকাদান কাজে নিয়োজিত থাকবে।
কর্মশালায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের ডা, সাইদুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এহসানুল হক মাসুম, চুয়াডাঙ্গা ইপিআই সুপার ডা. আশরাফুজ্জামানসহ চুয়াডাঙ্গার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।