৩রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালনের আহ্বান
সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নিতীমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ণ, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ এবং তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপনে, আগামী ৩রা মে-২০১৫ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে জাতীয় সাংবাদিক সংস্থা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে হয়রানি, নির্যাতন ও হত্যাকান্ডের শিকার সাংবাদিকদের স্মরণে ও সম্মানে বেলা ১১টা ৫৯মিনিটে এক মিনিট নীরবতা পালন, র্যালী ও আলোচনা সভা-সমাবেশ। রাজধানী ঢাকায় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী, এক মিনিট নীরবতা পালনসহ জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিক সমাবেশের আয়োজন করা হয়েছে। এবছর এই দিবস পালনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, “সুন্দর ভবিষ্যতের জন্য গণমাধ্যমের স্বাধীনতা” । রাজধানী ঢাকায় সাংবাদিক সংস্থার উদ্যোগে কর্মসূচীগুলোতে উপস্থিত থাকবেন, জাতীয় সংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রথিতযশা প্রবীণ সাংবাদিক মুহাম্মাদ আলতাফ হোসেন। ৩রা মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব মুক্তগণমাধ্যম দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য সারাদেশে জাতীয় সাংবাদিক সংস্থার সকল ইউনিটের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নূরুজ্জামান প্রধান ও মহাসচিব এ্যাড. লুৎফর রশিদ রানা :বিজ্ঞপ্তি