বেনাপোলে ৫০ হাজার মার্কিন ডলারসহ যুবক আটক
বেনাপোল সংবাদদাতা: বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৫০ হাজার ডলার সহ আক্তারুল ইসলাম (৩০) নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।শনিবার দুপুর ১২ টার দিকে বেনাপোলের পুটখালী সীমান্তের খলসী বাজার থেকে তাদের আটক করা হয়।আটক আক্তারুল ইসলাম বেনাপোলের পুটখালী ইউনিয়নের ইউসুফ আলীর ছেলে।বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পুটখালী বিওপির একটি বিশেষ টহল দল বেনাপোলের খলসী বাজারে অভিযান চালিয়ে আক্তারুল ইসলাম কে একটি মটরসাইকেল সহ আটক করে।পরে পুটখালী কোম্পানী সদরে নিয়ে তাদের শরীর তল্লাশি করে ৫০ হাজার ইউএস ডলার বা বাংলাদেশী ৪২ লাখ টাকা পাওয়া যায়। ২১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ সোহেল আহম্মেদ বলেন,“ভারতে পাচারের সময় ৫০ হাজার ইউ এস ডলারসহ আক্তারুল নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করা হয়েছে। আটক পাচারকারীকে উদ্ধারকৃত টাকাসহ মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।”