কুষ্টিয়ায় ইজিবাইক চোর আটকের পর গণধোলাই শেষে পুলিশে সোর্পদ


আকরাম হোসেন সুজন,কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ায় অভিনব কায়দায় ইজিবাইক চুরি করে পালানোর সময় জনতার হাতে হাতে আটক এক চোরকে গনধোলাই শেষে পুলিশে সোর্পদ করা হয়েছে। ওই চোরের নাম আজিজুল হক(৩৮)। সে মাদারীপুর জেলার চরখাকদী গ্রামের আলী হায়দারের ছেলে। জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রাজুর ইজিবাইক ভাড়া নিয়ে পাশের বেলঘরিয়া গ্রামের জামির হোসেন ইজিবাইক নিয়ে কুষ্টিয়া শহরে যায়। পওে যাত্রী নিয়ে লাহিনী এলাকায় গেলে সেখান থেকে লিটন নামের এক ব্যক্তি নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে জামিরের ইজিবাইকে উঠেন এবং কুষ্টিয়া শহওে আসার কথা বলে। সে অনুযায়ী ইজিবাইকটি কুষ্টিয়া ডিসি কোর্টেও সামনে আসলে প্রতারক চোর ওই ইজিবাইক ড্রাইভার জামির(৩২) কে একটি লোক দেখিয়ে বলে ডেকে আনতে।প্রতারকের কথামতো সহজ সরল ইজিবাইক চালক জমির ডাকতে গিয়ে পেছন ফিওে দেখে তার ইজিবাইক নিয়ে লিটন নামের ওই প্যাসেঞ্জার বেশ কিচু দুওে চলে গেছে। এর মধ্যে সে ্ওই চোরের পিচু নেয়। লিটন ইজিবাইক নিয়ে কুষ্টিয়ার চৌড়হাস থেকে হাতবদল করেআজিজুল হকের কাছে দিয়ে দেয়। আজিজুল ঘশ ইজিবাইক নিয়ে ভাদালিয়ার দিকে আসে, তকন জমির ফোন করে ভ্দাালিয়া ইজিবাইক মালিক সমিতিরকে জানায়।ফোন পেয়ে ইজিবাইকের মালিক সমিতি রোকজন নিয়ে ভাদালিয়াতে অপেক্ষা করতে থাকে। পরে আজিজুল ভাদালিয়াতে পৌছানো মাত্র তাকে ভাদালিয়া কুষ্টিয়া মেটালের সামনে ইজিবাইকসহ হাতে-নাতে ধরে ফেলে এবং গণধোলাই দিয়ে বেঁধে রাখে। পরে খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ি দোহকুলা ক্যাম্প ইনচার্জ এস.আই কামরুজ্জামান লিটন তাদের হেফাজতে নিয়ে যায়। পরে ওই চোরকে কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করেছেন বলে জানায় দোহকুলা ক্যাম্প ইনচাজ এস আই কামরুজ্জামান লিটন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *