বাগেরহাটের মংলায় হরিণের মাংসসহ শিকারী আটক

horin 22.4বাগেরহাট : বাগেরহাটের মংলার একটি বাজার থেকে ১০ কেজি হরিণের মাংসসহ এক চোরা শিকারীকে আটক করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে মংলা উপজেলার দ্বিগরাজ বাজার থেকে নিখিল (৩৪) নামের ওই হরিণ শিকারীকে আটক করা হয়। সে দ্বিগরাজ এলাকার মৃত শষাদারের ছেলে।
মংলা কোস্টগার্ডের অপরেশন অফিসার লে. কমান্ডার রাহাতউজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মংলার দ্বিগরাজ বাজার থেকে দুপর সাড়ে ১২ টার দিকে ১০ কেজি হরিণের মাংসসহ সুন্দরবনের হরিণ শিকারী নিখিলকে আটক করা হয়। সে সুন্দরবন থেকে হরিণ শিকার করে লোকালয়ে মাংস বিক্রি করত বলে কোস্টগার্ডের কাছে স্বীকার করেছে। এব্যাপারে আটক নিখিলকে মংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
অপরদিকে বুধবার দুপুরে সুন্দরবনের পশুর নদী থেকে শিকার নিষিদ্ধ ২ লাখ ৮৪ টি রেনু পোনা আটক করেছে কোস্টগার্ড। তবে এসময়ে কাউকে আটক করা যায়নি। পশুর নদীতে কোস্টগার্ডের উপস্থিতি দেখতে পেয়ে রেনুপোনা আহরনকারী পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *