রাস্তায় দৌড়ে আসা শিশুকে বাঁচাতে গিয়ে কোচিং শিক্ষকের মর্মান্তিক মৃত্যু
মাথায় হেলমেট না থাকায় রাস্তায় দৌড়ে আসা শিশুকে বাঁচাতে গিয়ে আনিছুল করীম (৩৮) নামে এক কোচিং সেন্টার শিক্ষকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে রংপুরে।সোমবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টায় রংপুর-বদরগঞ্জ সড়কের নাজিরের হাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মোটরসাইকেল চালক আনিছুল নিউ জুম্মাপাড়াস্থ নীড় স্টুডেন্ট কেয়ার একাডেমির অধ্যক্ষ ছিলেন। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবণ গ্রামের আব্দুর রহমানের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে নাজিরেরহাট এলাকায় শিক্ষক আনিছুল করীম ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে যাওয়ার পথে এক ছোট শিশুকে রাস্তায় দৌড় দিতে দেখেন। এসময় শিশুটিকে বাঁচাতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সাইকেলের প্যাডেলের রড তার মাথায় ঢুকলে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রংপুর কোতয়ালী থানা পুলিশের ওসি (তদন্ত) মোক্তারুল আলম জানান, নিহত মোটরসাইকেল আরোহী আনিছুল করীমের মাথায় হেলমেট না থাকায় ছোট ওই দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেছে।