জিসিসি নির্বাচন শান্তিপূর্ণ করতে ভূমিকা রাখবে ইসি: স্বরাষ্ট্রমন্ত্রী
আসন্ন গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন ভূমিকা রাখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।রবিবার (২৪ জুন) সকালে গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি এ আশাবাদ জানান।এর আগে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পদে নবনিযুক্ত ১৯১ জনের ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী।গাজীপুর সিটি নির্বাচন নিয়ে সরকারের কোনও পরামর্শ নেই মন্তব্য করে তিনি বলেন, গাজীপুর সিটিতে ভোটাররা যাকে খুশি তাকে ভোট দেবে। তবে তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখার পক্ষে রায় দেবে বলেই আশা করি।এ সময়, আগামী জাতীয় নির্বাচনে আনসার বাহিনীর সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।