ঝিনাইদহ মহেশপুরে আদিবাসী বহুমুখি সমবায় সমিতির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ।
মোঃমশিয়ার রহমান টিংকু (বিশেষপ্রতিনিধি ঝিনাইদহ): ১১ ই জুন সোমবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে শতাধীক আদিবাসী জড়ো হয়ে উপজেলা আদিবাসী সমাজ কল্যান সমিতির সভাপতি শ্রী খগেন সর্দার ও তার সমিতির দুই মোসলমান সহযোগী উপদেষ্টা মোঃ ওলিয়ার ও নুর হোসেনের বিরুদ্ধে এবং যশোর থেকে প্রকাশিত দৈনিক ইস্পন্দন পত্রিকায় ক্রটি পুন্য সংবাদ প্রকাশিত হওয়ার প্রতিবাদে মহেশপুর আদিবাসী বহুমুখি সমবায় সমিতির পক্ষ থেকে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে ।
জানা গেছে মহেশপুর উপজেলার প্রকৃতি আদিবাসী সম্প্রদয়দের লোকজনকে বাদ দিয়ে শ্রী খগেন সর্দারের সভাপতিত্বে বিভিন্ন জাতি গোষ্টির নামের তালিকা তেরী করে উপজেলা আদিবাসী সমাজ কল্যান সমিতি নাম করণে একটি সংগঠনের নামে সরকারী অনুদান কৃত টাকা উঠিয়ে নেওয়ার পায়তারা করে আসছিল। অপর দিকে মহেশপুর উপজেলা বহুমুখি সমবায় সমিতির সভাপতি শ্রী মোংলা সর্দার সহ প্রকৃত আদিবাসীরা জানতে পেরে উপজেলা সমাজ কল্যান আদিবাসী সমিতির বিভিন্ন জাতীর নাম করন ও মহেশপুর উপজেলা বহুমুখি সমিতির বিরুদ্ধে যশোর থেকে প্রকাশিত দৈনিক স্পন্দন পত্রিকায় ক্রটিপুন্য সংবাদ প্রকাশিত হওয়ার বিরুদ্ধে এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করা হয় । এব্যাপরে মহেশপুর উপজেলা আদিবাসী বহুমুখি সমবায় সমিতির সভাপতি শ্রী সর্দার জানান মহেশপুর উপজেলার প্রকৃতি আদিবাসী সম্প্রদয়ের লোকজনদের নিয়ে দীর্ঘদিন যাবৎ মহেশপুর আদিবাসী বহুমুখি সমবায় সমিতি নাম করণে সমিতি চালিয়ে আসছি। ইতি মধ্যে শারিরীক অসুস্থতার কারনে ভারতে চিকিৎসার জন্য গেলে আমার অনউপস্থিতে প্রতি পক্ষ শ্রী খগেন সর্দার মোসলমান সহ বিভিন্ন জাতি গোষ্টির নাম দিয়ে উপজেলা আদিবাসী সমাজ কল্যান সমিতির নাম করনে প্রকৃত আদিবাসীদের বাদ রেখে সরকারী অনুদান কৃত অর্থ আত্মসাৎ করার লক্ষে পায়তারা চালিয়ে যাচ্ছে। এব্যাপারে মহেশপুর আদিবাসী সমাজ কল্যান সমিতির সভাপতি শ্রী খগেন সর্দারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। উল্লেখ্য গত ১০ জুন সকালে মহেশপুর উপজেলা আদপবাসী সমাজ কল্যান সমিতির সভাপতি শ্রী খগেন সর্দারের নেতৃত্বে বিভিন্ন জাতি গোষ্টীর লোকজন নিয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মহেশপুর উপজেলা বহুমুখি সমবায় সমিতির সভাপতি শ্রী মোংলা সর্দার ভারতের নাগরিক ও সরকারী অনুদানের টাকা আত্মসাত করেছে মর্মে এক প্রতিবাদ সমাবেশ করেন। তারই আলোকে যশোর থেকে প্রকাশিত দৈনিক স্পন্দন পত্রিকায় ১১ ই জুন সংবাদ প্রকাশ হয়। বিষয়টি মহেশপুর উপজেলার দুইটি আদিবাসীর সংগঠনের পাল্টা পাল্টি প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ সৃষ্টি হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমাধানের চেষ্টা চলছে ।