সান্তাহারে চালকলে ডাকাতি ঘটনায় আন্ত:জেলা এক কুখ্যাত ডাকাত গ্রেফতার


আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের ডেলা চালকল থেকে ডাকাতি করে ৩০০ বস্তা চাল ভর্তি ট্রাক নিয়ে যাওয়ার ডাকাতি ঘটনায় পুলিশ আন্ত:জেলা ডাকাত দলের এক সদস্য কে গ্রেফতার করেছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে সান্তাহার টাউন ফাঁড়ির টিএসআই আব্দুল ওয়াদুদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে শহরে অভিযান চালিয়ে চাল বোঝাই ট্রাকসহ একাধিক ডাকাতি ঘটনার অন্যতম আন্ত: জেলা কুখ্যাত ডাকাত বিপ্লব হোসেন (২৮) কে গ্রেফতার করে। বিপ্লব হোসেন নওগাঁর সদর ভবানীপুর পশ্চিম পাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে।উল্লেখ্য, গত ৮ই এপ্রিল রবিবার রাত ৩টার দিকে একদল সংঘবদ্ধ ডাকাত সান্তাহার শহরের বশিপুর এলাকার ডেলা চাল কলে চড়াও হয়। তারা চাল কলের নৈশ প্রহরি ও ট্রাকের চালক কে বেঁধে রেখে চাল বোঝাই ট্রাক ডাকাতি করে নিয়ে যাচ্ছিল। এ সময় সান্তাহার রেলগেটে শহর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্য মুসা মিয়া তার সঙ্গীয় টহল পুলিশ ওই ট্রাকটিকে চ্যালেঞ্জ করে। এ সময় দুই ডাকাত পালিয়ে গেলেও ডাকাত কাম চালক কে আটক করে। পরে ওই ডাকাতের দেয়া তথ্যে উপজেলার নসরতপুর-চাটখৈইর রাস্তায় পৌঁছলে, সেখানে থাকা ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি চালায়। জবাবে পুলিশও ফাঁকা গুলি করে। এ সময় ডাকাত মাসুদ রানা ও হাসান নামের পুলিশের এক সদস্য আহত হয়। আহত ডাকাত মাসুদ রানাকে উদ্ধার করে প্রথমে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করায় তার অবস্থা অবনতি হলে ঢাকা পুঙ্গু হাসপাতালে নিলে চিকিৎসাধিন অবস্থায় ১৬ দিন পরে সেখানে মারা যান। পুলিশ গ্রেফতারকৃত ডাকাত বিপ্লব হোসেন বুধবার দুপুরে বগুড়া আদালতে প্রেরণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *