ফুলবাড়ী পল্লীতে পূর্বের শত্রুতায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ৬
মো: আফজাল হোসেন ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পাঠকপাড়া গ্রামে পূর্বের শত্রুতায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ৬ । ঘটনার বিবরন জানাজায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পাঠকপাড়া গ্রামে গতকাল ২৭ এপ্রিল শুক্রবার জুমার নামাজের পর বিকেল আড়াই টায় পাঠকপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য প্রদীপ ও একই গ্রামের নিরদ চন্দ্র সরকারের পুত্র কার্তিক চন্দ্র সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসায় দুই গ্রুপের মধ্যে বাড়ি ভাঙ্গচুর ও দেশিও ধারালো অস্ত্র,লাঠিসোটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে মারপিটে দুপক্ষের নারী-পুরুষ সহ ৬ জন আহত হয়। এদের উভয়কে স্থানীয় জনগণ ও পরিবারের লোকজন উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে বিকাল ৩ টায় চিকিৎসার জন্য ভর্তি করান। আহতরা হলেন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পাঠকপাড়া গ্রামের মৃত খোকা কান্ত’র পুত্র তরুনী কান্ত দাস (৬৭),মৃত রাজেন্দ্র’র পুত্র অনুকূল (৪০), তরুনী কান্ত দাসের পুত্র বিলাস (৩৫) ও একই গ্রামের নিরধ চন্দ্র সরকারের পুত্র কার্তিক চন্দ্র সরকার (৪০), শ্রী সামন্ত সরকারের স্ত্রী অঞ্জলী রাণী (৪০), মুকূল চন্দ্র’র স্ত্রী জয়ন্তি (৩৫)। স্থানীয় লোকজন জানান দীর্ঘদিন ধরে দু’গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিলো। ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ শেখ নাসিম হাবিব খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে সেখানকার পরিস্থিতি শান্ত করান। এ রিপোর্ট লেখা পর্যন্ত দু’পক্ষের কেউ থানায় অভিযোগ দাখিল করেননি।