ঘুষ গ্রহণকালে রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক গ্রেফতার
ঘুষ গ্রহণের সময় দুদকের হাতে ধরা পড়েছে রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক সিরাজুল ইসলাম। সোমবার (৯ এপ্রিল) বিকেলে তার কার্যালয়ের নিজ অফিস কক্ষ থেকে ঘুষের টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।দুদক সূত্রে জানা গেছে, রংপুর বিভাগীয় প্রথমিক শিক্ষা উপ-পরিচালক সিরাজুল ইসলাম এক শিক্ষিকাকে বদলির করে দেয়ার জন্য আগাম ২০ হাজার টাকা গ্রহণ করেন। এরপরেও তার কাজ না করে তাকে ঘুরাতে থাকেন এবং আরও ৬০ হাজার টাকা দাবি করেন। সোমবার বিকেলে শিক্ষা উপ-পরিচালকের কথামতো ওই শিক্ষিকা ৬০ হাজার টাকা দিতে গেলে তাকে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে দুদক। রংপুর দুদুকের উপ-পরিচালক মোজাহার আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঢাকা ও রংপুরে দুদকের সমন্বিত প্রচেষ্টায় উপ-পরিচলককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।