যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত-৩ আহত-৬


বেনাপোল সংবাদদাতা: যশোরের শার্শা উপজেলার হাড়িখালি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আজ রোববার বিকেলে নসিমন চালকসহ ৩ জন নিহত ও ৭ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া জানান, উপজেলার বাড়আঁচড়াগামী বগুড়া- ট ১১-১৪৯২ পন্য বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে হাড়িখালি মোড়ে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী নসিমনকে ধাক্কা দিলে চালক, যাত্রী ও পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বুরুজবাগান স্বাস্থ্য কমপ্লেøেক্স নিয়ে যাওয়ার সময় নসিমন চালক বাগআঁচড়ার আব্দুল ওহাবের ছেলে নজরুল ইসলাম (৫৫) , নাভারনের আব্দুল হোসেনের ছেলে আলম (৩৪) ও বেনাপোলের ছোট আঁচড়া গ্রামের লিটনের স্ত্রী রোকসানা (২৫) মারা যায়। শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: শুভ্রা রানী দেবনাথ জানান, আহতদের মধ্যে ৭’জনের অবস্থা আশংকাজনক। তাই আমরা তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় র্মাশা থানায় একটি মামলা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *