নৌকায় ভোট দেয়ার ওয়াদা করালেন প্রধানমন্ত্রী
শনিবার (৩ মার্চ) বিকেলে খুলনা সার্কিট হাউজ মাঠে জনসভায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবার খুলনাবাসীকে নৌকায় ভোট দেয়ার ওয়াদা করালেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এসময় উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘নৌকার জয় হবে, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। ইনশাল্লাহ্।’ শেখ হাসিনা ভাষণে বলেন, ‘নির্বাচনের আগে আপনাদের বলতে চাই, নৌকায় ভোট দিয়েছেন বলেই আজ দেশে উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা বজায় রাখতে চাইলে নৌকা মার্কায় ভোট দিতে হবে। তাহলেই ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা আমরা গড়ে তুলতে পারবো।’‘আপনারা ওয়াদা করুন- নৌকায় ভোট দেবেন’- হাজার হাজার জনতা এসময় হাত নেড়ে প্রধানমন্ত্রীর এ আহ্বানে সাড়া দেয়।শনিবার (৩ মার্চ) বিকেলে খুলনা সার্কিট হাউজ মাঠে এক জনসভায় দেয়া ভাষণে শেখ হাসিনা এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মাটি থেকে শত্রু বিতাড়নে ঘোষণা দিয়েছিলাম। আমরা সেটি করে দেখাচ্ছি। আমরা বিজয়ী জাতি, বীরের জাতি। আজ আমি আপনাদের (খুলনাবাসী) সামনে হাজির হয়েছি। গত নির্বাচনের আগে এসেছিলাম, ওয়াদা করেছিলাম। খুলনায় আজকে আপনাদের জন্য ১০০ প্রকল্পের মধ্যে ৪৮টি উদ্ধোধন করেছি। ৫২টি প্রকল্পের আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। খুলনার সার্বিক উন্নতির জন্য ফায়ার সার্ভিস স্টেশন করে দিয়েছি।’শেখ হাসিনা বলেন, ‘স্কুল, বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবন করেছি। জুট মিল থেকে আমরা উৎপাদন শুরু করে দিয়েছি। শুধু তাই না বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা, রাস্তাঘাট করেছি। খুলনা হয়ে বাগেরহাট হয়ে মংলা বন্দর পর্যন্ত রেললাইন যাবে, তার পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি। জনগণের কল্যাণ হবে আমরা এমন কাজ করছি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যাক্তা ভাতা ব্যবস্থা উন্নয়নে কাজ করে যাচ্ছি। প্রাইমারি থেকে মাধ্যমিক স্তরে বছরের প্রথম দিন ৩৫ কোটি ৪১ লাখ ৯০ হাজার ১৯৩টি বই বিনা পয়সায় ছেলে মেয়েদের হাতে তুলে দিয়েছি। স্বাস্থ্য সেবা কেন্দ্র থেকে বিনা পয়সায় সেবা দেয়ার ব্যবস্থা করেছি।’