বিনামূল্যে পাবনায় ঠোঁট, তালুকাটা ও আগুনে পোড়া রোগীদের আস্ত্রোপাচার করবেন অস্ট্রোলিয়ার চিকিৎসক
আগামী ১৮ মার্চ থেকে ২০ মার্চ পাবনায় বিনামূল্যে ঠোঁট, তালুকাটা ও আগুনে পোড়া রোগীদের যে কোন ধরনের বিকৃত মুখমন্ডলের দাগ প্লাস্টিক সার্জারির মাধ্যমে আস্ত্রোপাচার করবেন অস্ট্রোলিয়ার চিকিৎসকরা। আগ্রহী ২ বছরের অধিক বয়সী রোগীদের পাবনা হেমায়েতপুর অবস্থিত মেডিক্যাল কলেজের অধ্যক্ষের অফিস কক্ষে অথবা ০১৭৬৩৬৯০৫৭১ এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে অথবা আঞ্জুমান মুফিদুল ইসলাম পাবনা জেলা শাখা ডা. মনিরুল ইসলাম. মিন্টু ০১৭১৮-৯১১৩৪৮। এসময় ঠোঁটকাটা, তালুকাটা এবং আগুনে পোড়া রোগীদের চিকিৎসা দেওয়া হবে বলে জানান ডা. হাসান সরোয়ার। চিকিৎসা সেবা নিতে আগ্রহীদের দুই কপি রঙ্গিন (৩জ) ছবি সহ ৭মার্চ তারিখের মাধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি