জুয়ায় ভাসছে ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের রোস্তমের মোড়সহ ঐতিহ্যবাহী ঠাকুর বাড়ীর মেলা
গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার রোস্তমের মোড় ও ঐতিহ্যবাহী ঠাকুর বাড়ী মেলা জুয়ায় ভাসছে। চলছে জুয়ার আসর। পাশাপাশি মাদক সেবন এর অভিযোগ, গাইবান্ধায় এখন আর এমন কিছু নয়। অভিযোগ উঠেছে স্থানীয় পুলিশ প্রশাসন এর সাথে যোগসাযোশ করে স্থানীয় কিছু প্রভাবশালী নেতা দলের প্রভাব দেখিয়ে এসব অসামাজিক কর্মকান্ড পরিচালনা করছে। স্থানীয় কিছু পত্রিকায় নিউজ প্রকাশিত হলেও এ নিয়ে কোন পদক্ষেপ নেই প্রশাসনের। জানা গেছে, রোস্তমের মোড়ে একমাস যাবত প্রতিদিন রাতে মাইকিং করে বিশাল তাবুর প্যান্ডেল করে স্থায়ীভাবে জেনারেটর ও অবৈধ বিদ্যুত নিয়ে দিব্বি চলছে জুয়া ও হাউজির আসর। এই দেখে উঠতি বয়সের ছেলেরা আসক্ত হয়ে মাদক সেবন করছে ও জুয়ায় আক্রান্ত হয়ে নানা অপকর্মে লিপ্ত হচ্ছে। এতে অনেক দুরদুরান্ত থেকে মাইক্রোবাস ভাড়া ও মোটর সাইকেল করে জুয়াড়িরা রোস্তমের মোড়ে জুয়া খেলতে আসে। অসামাজিক কার্যকলাপের আয়োজকরা জুয়াড়ি অতিথিদের আপ্যায়ন করতে আগে থেকেই মজুত রাখেন মাদকদ্রব্য । এসব জুয়ার আসরে মদ ফেন্সিডিলের ব্যবস্থা থাকায় এখানে এসে ভিড় করে উঠতি বয়সের স্কুল ও কলেজ পড়–য়া ছাত্ররা। এক পর্যায়ে তারাও জুয়া খেলাতে মেতে উঠায় তাদের অর্থ যোগানের ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে সুদের উপর টাকা নিয়ে আসছে। একপর্যায়ে পারিবারিক অশান্তি শুরু হয়েছে, কেউ আবার গরু বিক্রি করে সুদের টাকা পরিশোধ করছে। জুয়ায় মানুষকে সর্বশান্ত করে অনেকে ভিটামাটি ছাড়ছে বলেও জানা গেছে। অন্যদিকে এলাকায় চুরি সহ বিভিন্ন অপরাধ প্রবনতা বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে অত্র রামচন্দ্রপুর ইউ.পি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামকে মুঠো ফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি এবং এলাকায় কিছু লোক অভিযোগ করেন যে, তিনি চেস্টা করলে এসব বন্ধ করতে পারেন। এ বিষয়ে গাইবান্ধার জেলা প্রশাসক মহাদয়ের হস্তক্ষেপ কামনা করছেন এলাকার সচেতন মানুষ।