থাইল্যান্ড থেকে চাল কেনার পরিকল্পনা বাতিল
চুক্তি চূড়ান্ত করতে দেরি হওয়ায় থাইল্যান্ড থেকে চাল কেনার পরিকল্পনা বাতিল করেছে বাংলাদেশ। চলতি সপ্তাহে চালের দাম কমে যাওয়ায় ওই চুক্তি চূড়ান্ত করতে দেরি করছে দেশটি।২০১৭ সালের বন্যায় বাংলাদেশের ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদেশ থেকে চাল আমদানি বেড়ে যায়। গত অক্টোবরে থাইল্যান্ড থেকে প্রতি টন ৪৬৫ ডলার মূল্যে দেড় লাখ টন চাল কেনার পরিকল্পনা করে সরকার। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করা হলো।বাংলাদেশের খাদ্য ক্রয় বিভাগের প্রধান বদরুল আহসান বলেন, ‘চুক্তি চূড়ান্ত করতে তারা বিলম্ব করায় পরিকল্পনা বাতিল করতে হয়েছে আমাদের। ভারত থেকে আমরা চাল পাচ্ছি। স্থানীয়ভাবেও আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি।’ভারতেও এক সপ্তাহে চালের দাম কমেছে পাঁচ শতাংশ। দেশটিতে টনপ্রতি ১২ ডলার কমে চালের মূল্য দাঁড়িয়েছে ৪২০-৪২৪ ডলারের মধ্যে।এ বিষয়ে ভারদের অন্ধ্র প্রদেশের এক রপ্তানিকারক বলেন, ‘চাহিদা কম। চালের দাম আরো কমে যেতে পারে ভেবে ক্রেতারা ক্রয় পরিকল্পনা স্থগিত করছে।’ভারতের সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ ও বেনিন দেশটি থেকে চাল ক্রয় বাড়ানোয় গত এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত তাদের চাল রপ্তানি বেড়ে যায় ৩৯.৫ শতাংশ।এদিকে ব্যাংককভিত্তিক এক রপ্তানিকারক বলেন, ‘অনেক রপ্তানিকারকই ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ইরান ও চীনের মতো বড় বাজারগুলোর দিকে তাকিয়ে আছে। কিন্তু নতুন কোনো চুক্তির সম্ভাবনাও দেখা যাচ্ছে না।’