সুজানগর সাব রেজিষ্টার অফিসে ঝুকি নিয়ে কাজ করছে কর্মকর্তা কর্মচারী
সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগর সাব রেজিষ্টার অফিস দীর্ঘদিন যাবত মেরামত না করায় অফিসের ছাদ থেকে প্লাস্টার খুলে পড়ে রড বের হয়ে গেছে। পুরাতন বিল্ডিং হওয়ায় অফিস করার অযোগ্য হয়ে পড়ছে। যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা। এ ছাড়া সুজানগর উপজেলা বাসীর জমিজমা সংক্রান্ত দলিল ও প্রয়োজনীয় গুরুত্বপূর্ন কাগজপত্র থাকে এ অফিসে, সে তুলনায় নেই কোনো নিরাপত্তা। দরজা জানালা অনেক পুরাতন হওয়াতে বেশিরভাগ দরজা জানালা নষ্ট হয়ে গেছে। সাব রেজিষ্টার অফিস, পুরাতন কোট ভবনে রেজিষ্টারির কাজ চলছে। এ ব্যাপারে উপজেলা সাব রেজিষ্টার অসিম কুমার পাল জানান আমি সবেমাত্র এ অফিসে জয়েন্ট করেছি, আমার চেম্বার ও অফিস রুম দেখলাম বিল্ডিংয়ের অবস্থা ভালো না। অফিস মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিজস্ব ভবন না থাকায় অফিসের এ অবস্থা হয়েছে। তবে দ্রুততম সময়ে প্লাস্টার ও রং কাজ করা হবে। জমি মালিকদের গুরুত্বপূর্ন নথিপত্র সংরক্ষনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।