রূপসায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে রমরমা কোচিং বাণিজ্যে মশগুল একটি চক্র
রূপসা প্রতিনিধি: খুলনার রূপসায় কোচিং সেন্টারে সরকারি নির্দেশনা উপেক্ষা করে চলছে রমরমা আর্থিক বাণিজ্য। সরেজমিন তথ্যানুসন্ধানে জানা যায়,গত ১ ফেব্রুয়ারী সারা দেশে একযোগে এস এস সি,দাখিলসহ সমমানের পরীক্ষা শুরু হওয়ায় এবং প্রশ্নপত্র ফাস রোধে সরকার সকল কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষনা দেওয়া সত্ত্বেও রূপসা উপজেলার জয়পুরস্থ ”সাকসেস” কোচিং সেন্টারে চলছে কোচিং বাণিজ্য। গত ৪ ফেব্রয়ারী মোঃ আরমান খান পরিচালিত “সাকসেস” কোচিং সেন্টারে গিয়ে দেখা যায় প্রশাসনের নাকের ডগায় বসে সরকারি নির্দেশানাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উক্ত কোচিং সেন্টারটি তাদের কার্যক্রম চালাচ্ছে। সেখানে প্রায় শতাধিক ছেলেমেয়েরা কোচিং করছে এবং প্রতিটি কক্ষই বাইরে থেকে দরজা জানালা বন্ধ রাখা ছিল। লাইট জ্বালিয়ে তারা এভাবে তাদের কোচিং চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠাতা পরিচালক আরমান খানকে কোচিং সেন্টার খোলা রাখার ব্যাপরে জানতে চাইলে তিনি বলেন,’কোচিং কার্যক্রম চালিয়ে রাখাটা আমাদের অন্যায়,অপরাধ হয়েছে। দয়া করে আপনারা বিষয়টি প্রচার করবেন না’। তিনি আরো বলেন, ‘অনেক কোচিং সেন্টার রয়েছে যারা আমাদের মতো কার্যক্রম চালাচ্ছে। আপনারা সেদিকে একটু খেয়াল করেন’। এদিকে উপজেলার বেশ কয়েকটি স্থানে সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং বাণিজ্য অব্যহত রয়েছে বলে জানা গেছে।