বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল জব্দ
বেনাপোল প্রতিনিধি:-যশোরের বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর সীমান্ত থেকে পরিত্যক্তাবস্থায় ৫৬৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে সেখান থেকে কাউকে আটক করতে পারেনি বিজিবি। শনিবার (১৮এপ্রিল) রাত ১১ টার সময় বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর সীমান্তের মাঠ থেকে পরিত্যাক্তাবস্থায় উক্ত ফেনসিডিল গুলো জব্দ করা হয়। বিজিবি জানায়,আমরা সুনির্দিষ্ট গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে দৌলতপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ফেনসিডিলের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদেও ভিত্তিতে বিজিবির একটি টহল দল দৌলতপুরের ভারত সীমান্তবর্তী মাঠে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা কয়েকটি চটের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভিতর থেকে ৫৬৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২,২৭,০০০/- টাকা।
২৩ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে.কর্ণেল আ: রহিম বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেন। এবং বলেন জব্দকৃত ফেনসিডিল গুলো ১৯ এপ্রিল দুপুরে বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হবে।