নিটোর এ চোরের আনাগোনা
ঢাকার শেরেবাংলা নগর আগার গাঁও এ জাতীয় অর্থপোডিক হাসপাতাল ও পুনর্রবাসন প্রতিষ্ঠানে (নিটর) চোরের আনাগোনা শুরু হয়েছে । দেশের বিভিন্ন স্থান হতে সব ধরনের এক্সিডেন্ট ,বিভিন্ন ধরনের সামাজিক মারধর/হামলায় হাত পা ক্ষত বা অঙ্গহানির বিভিন্ন রুগি বাচাঁর আশায় শেষ চিকিৎসা নামক সুস্থতার জন্য এখানে আসেন । সাধারনত উপজেলা ও জেলা স্বাস্থ্য কম্পেল্কস রুগিকে বাচাঁতে যখন ব্যর্থ হয়ে যান তখনি রেফার্ড করে দেন এই হাসপাতালে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে রুগিদের ওয়ার্ডে বিভিন্ন ধরণের মোবাইল চোর সহ অন্যান্য ছোট খাটো পন্য বা ঔষধ চোর দেখা যায়। গত ০৫/০১/২০১৮ ইং তারিখে কথিত এ পুলিশ সদস্য নাজমুল নামে সিভিল ড্রেসে এক মহিলার মোবাইল নাম্বার নেয়ার নামে ওয়ার্ডে প্রবেশ করেন । রুগির স্বজনেরা বিষয়টি অস্বাভাবিক আচরন দেখে পাকড়াও করার চেষ্টা করেন । এ সময় ধস্তাধস্তি করে কোনরকমে পালিয়ে যায় । দুই দিন পর ০৭/০১/২০১৮ ইং তারিখে একই ওয়ার্ডে অন্য এক রুগির মোবাইল হারিয়ে যায় ।এর পর থেকে ঐ ওয়ার্ডে চোরের আতঙ্ক সৃষ্টি হয়। তাহারা বিভিন্ন শঙ্কায় রাতে ও নিদ্রা যাপন করতে পারেন না । অথচ একই ওয়ার্ডে পাশের রুমে হাসপাতাল কর্তৃক কিছু পুলিশ সদস্যের মাধ্যমে মিনি ক্যাম্প বা ফাঁড়ি করে দিয়েছেন। প্রশ্ন থাকে যে, আইনের রক্ষক, জনগণের সেবক থাকা সত্ত্বেও তাদের মাঝে কিভাবে এসমস্ত কাজ চালিয়ে যাচ্ছে তাহা বোধগম্য নহে?