জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কুষ্টিয়া মুক্ত দিবসে র‌্যালী, আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ


কুষ্টিয়া জেলা প্রতিনিধি: জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে কুষ্টিয়া মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে শহর বিএনপি ও সদর থানা বিএনপি মজমপুর গেট থেকে কুষ্টিয়া মুক্ত দিবস উপলক্ষে এক র‌্যালী নিয়ে ডিসিকোর্ট চত্বরে স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয় এবং পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাজেদুর রহমান বাবলু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। তিনি বলেন ১৯৭১ সালের এই দিনটা কুষ্টিয়া মানুষের জন্য গৌরবজনক ও আনন্দের দিন। আজকের এই দিনে হানাদার পাকিস্থান বাহিনী মুক্তিযোদ্ধা ও যৌথ বাহিনী কাছে পরাজয় বরণ করে চিরতরে কুষ্টিয়া ত্যাগ করেন। তার ধারাবাহিকতা ধরে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর তৎকালীন ঢাকা রেডক্রস ময়দানে পাকিস্থানী হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্যদিয়ে এদেশের মানুষের আকাংকাখিত স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। এ দেশের মানুষের মুল আকাঙ্খা ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে। জনগণ তাদের ইচ্ছে মাফিক দল ও ব্যক্তিকে স্বাধীনভাবে ভোট প্রদানের মাধ্যমে জনগণের সরকার গঠন করবে। কিন্তু বড় দুৎখ ও পরিতাপের বিষয় সেই আকাংখিত গণতন্ত্র বর্তমান শাসক গোষ্ঠির হাতে ভুলণ্ঠিত। আমরা দেশের মানুষকে সাথে দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সেই আকাংখিত গণতন্ত্র প্রতিষ্ঠিত করবো। পরিশেষে তিনি বলেন, যেসব বীর মুক্তিযোদ্ধা কুষ্টিয়া মুক্ত এবং দেশের স্বাধীনতার জন্য শাহাদৎ বরণ করেছেন তাদের আত্মার শান্তি কামনা করেন।এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহীদুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মহাসীন আলী, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এসএম ওমর ফারুক, শহর বিএনপির সাধারণ সম্পাদক একে বিশ্বাস বাবু, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আল আমীন কানাই, জেলা বিএনপির যোগাযোগ বিষয়ক সম্পাদক রবিউল আওয়াল, ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শওকত হাসান বুলবুল, সাধারণ সম্পাদক মাহবুব খান খোকন, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফিজুর রহমান খোকন, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী রবিউর রহমান, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসানুজ্জামান হাসান, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান সুমন, ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, ১৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিয়ারুল ইসলাম দুলাল, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনিছুল ইসলাম টোকন, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মইনুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লেবু, বিএনপি নেতা আবু তালেব, আব্দুর রশিদ, মিরাজুল ইসলাম মিরাজ, মাহিলা নেত্রী কুমকুম রহমান, শিরীন রতন, শিল্পী, সিমাসহ যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *