চাঁদাবাজির অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেফতার


চুয়াডাঙ্গা: জেলার চার উপজেলার বিভিন্ন ইটভাটায় চরমপন্থি দলের পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার রামনগর কলাবাড়ি গ্রামের তাহাজ্জেল মন্ডলের ছেলে সাইদুর (২৮), চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে লুৎফর রহমান লুতু (৩৫), তার স্ত্রী ইসরাত খাতুন (৩০) ও আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর গ্রামের মৃত গাজী উদ্দীনের ছেলে শাহাবুল (২৮)। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলার বিভিন্ন ইটভাটায় চরমপন্থি দলের পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিলো। চাঁদার নির্ধারিত টাকা না দিলেই চালানো হতো ইটভাটায় বোমা হামলা। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হক জানান, সম্প্রতি এই চাঁদাবাজ চক্রের বেপরোয়া চাঁদাবাজির খবরে জেলা পুলিশের বেশ কয়েকটি টিম এই চক্রের সদস্যদের গ্রেফতারে মাঠে নামে। একই সাথে অভিযুক্তদের মোবাইল ফোন ট্যাকিং করে তাদের অবস্থান নিশ্চিত করা হয়। পুলিশ দাবি করছে প্রযুক্তিকে কাজে লাগিয়ে শুক্রবার দিনগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চাঁদাবাজির কথা স্বীকার করেছে। শনিবার (৯ ডিসেম্বর) দপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *