বেনাপোলে ৩২ হাজার ৪শ’ মার্কিন ডলার সহ বাংলাদেশী যাত্রী আটক
বেনাপোল সংবাদদাতা: বেনাপোল চেকপোস্ট প্যাসেনজার টার্মিনাল এলাকা থেকে বুধবার সকালে ৩২ হাজার ৪শত মার্কিন ডলার সহ বাংলাদেশী এক পাসপোর্ট যাত্রীতে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক যাত্রীর নাম আওলাদ হোসেন (৩৫), সে ঢাকার কেরানীগঞ্জ খানার আব্দুল করিমের ছেলে। ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল আরিফুল হক জানান, ‘ভারত থেকে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা পাচার হয়ে বাংলাদেশে আসছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোল চেকপোস্ট প্যাসেনঞ্জার টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে আওলাদ হোসেন নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করে।’ ‘পরে তার দেহ তল্লাশী করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩২ হাজার ৪শ’ মার্কিন ডলার জব্দ করা হয়। ’ আটক যাত্রীতে বেনাপোল পোর্ট থানায় সোপদ করা হয়।এ ব্যাপারে বেনাপোল পোট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।