আতংকে রয়েছে বাংলাদেশীরা দক্ষিণ আফ্রিকায়
ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় অভিবাসীদের ওপর অব্যাহত হামলার ঘটনায় বিদেশীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন সেখানে থাকা বাংলাদেশীরাও।
দেশটিতে গত কয়েকদিন ধরে অভিবাসীদের ওপর হামলা চলছে। বিদেশিরা এসে স্থানীয়দের চাকুরী দখল করছে, এমন ক্ষোভ থেকেই এই হামলার শুরু।
এর মধ্যেই অনেক অভিবাসী হামলায় নিহত হয়েছে, বিদেশীদের পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট লুট হচ্ছে।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ পরিষদের সহসভাপতি মোঃ রেজাউল করীম খান ফারুক বলেছেন, কয়েকজন বাংলাদেশীর প্রতিষ্ঠানেও লুটপাটের ঘটনা ঘটেছে। অন্যরাও আতংকে রয়েছেন।
তিনি বলছেন, শহরের বাইরে তো বটেই, অনেক শহর এলাকাতেও দোকানপাট বন্ধ রয়েছে। বাংলাদেশ দূতাবাস থেকেও সবাইকে সাবধানে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
মূলত আফ্রিকান অভিবাসীদের ওপর স্থানীয়দের আক্রোশ থাকলেও, অন্য বিদেশীদের ওপরও হামলার ঘটনা ঘটছে।
বিদেশী মালিকানার অনেক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটছে বলে জানা গেছে। যদিও হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
দেশটিতে এসব হামলার প্রতিবাদে জিম্বাবুয়ে হারারেতে কয়েক হাজার বাসিন্দা দক্ষিণ আফ্রিকান দুতাবাসের সামনে বিক্ষোভ করেছে। বিবিসি।