দুইমাসের স্বাক্ষর একদিনে করলেন ডাংগীপাড়া স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রব্বানী
জে.ইতি হরিপুর ঠাকুরগাও প্রতিনিধি: দুইমাসের স্বাক্ষর একদিনে করলেন ডাংগীপাড়া স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রব্বানী ।
গত মঙ্গলবারে ২১/১১/১৭ইং তারিখে দুইমাসের স্বাক্ষর একদিনে করেছে বলে বুধুবার ২২/১১/১৭ইং তারিখে সকালে অভিযোগ উঠেছে।
জানা যায়, ঠাকুরগাও জেলার হরিপুর উপজেলার ডাংগীপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রব্বানী অনেকদিন ধরে স্কুলে আসে না। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুলে আসে না এমন মৌখিক অভিবাবকের অভিযোগের প্রেক্ষিতে গত সোমবার ২০/১১/১৭ইং তারিখে ঐ স্কুলে গেলে হাজিরায় খাতায় স্বাক্ষর পাওয়া যায়নি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের । বিষয়টি উপজেলা ও জেলা শিক্ষা অফিসারদের জানালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রব্বানী গত মঙ্গলবারে ২১/১১/১৭ইং তারিখে স্কুল সময় দুইমাসের স্বাক্ষর একদিনে করেন। ছাত্র/ছাত্রীরা স্কুলে এলেও শিক্ষকগন ক্লাস ঠিকমত না করে চলে যায় বলে অভিযোগ করেন ঐ স্কুলের ছাত্র/ছাত্রীরা। ছাত্র/ছাত্রী সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রব্বানী গত রমজান মাস থেকে অনিয়ম ভাবে স্কুলে আসেন। ১২টার সময় স্কুল বন্ধ করে শিক্ষকগুলো নিজ নিজ কাজে বিদ্যালয় ছেড়ে চলে যান বলে জানান ঐ বিদ্যালয়ের এক কর্মচারি। শিক্ষকদের অবহেলায় এমš¦Í অব্যবস্থায় চলতে থাকলে ডাংগীপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ধংসের পথে বলে মনে করেন অনেকে । এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রব্বানীর সঙ্গে গত বুধুবার ২২/১১/১৭ইং তারিখে ২টা ৫৭মিলিটে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন কেটে দেন।