ইসলামপুর যমুনার গুঠাইল হার্ড পয়েন্টে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছে


জামালপুর প্রতিনিধিঃ ইসলামপুর উপজেলার যমুনার গুঠাইল হার্ড পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। ফলে আগামী বর্ষা মৌসুমে গুঠাইল বাজারটি আবার হুমকির মুখে পড়বে বলে এলাকাবাসীর অভিযোগ। জানা যায়,চিনাডুলী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নিদেনুসহ একটি বালু দস্যচক্র সম্প্রতি যমুনার পানি কমে যাওয়ায় গুঠাইল হার্ড পয়েন্টের পাশ থেকে ড্রেজারে অবৈধভাবে যমুনা নদীতে থেকে খনিজ সম্পদ বালু উত্তোলন করছে। খোঁজ নিয়ে জানা গেছে,ওই চক্রটি সরকারি নিয়মনীতির কোন তোয়াক্কা না করে অনুমতি ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে হুমকির মুখে পড়ছে ঐতিহ্যবাহী গুঠাইল বাজার ও সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা। এ বিষয়ে রহস্যজনক কারণে স্থানীয় ভূমি অফিস সহ প্রশাসন দেখেও না দেখার ভান করে আসছে। এব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহহমান জানান,অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে খুব শিগ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সচেতন এলাকাবাসী জরুরী ভিত্তিতে অবৈধ উত্তোলন করা বালুগুলি জব্দসহ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনের নিকট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *