কুষ্টিয়া মজমপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক শিশু মৃত্যু হয়েছে।
আহসান হাবিব লেলিন জেলা প্রতিনিধি কুষ্টিয়া: বাবা মোটরসাইকেল চালাচ্ছিলেন, পেছনে শিশুপুত্রকে কোলে নিয়ে বসেছিলেন মা। কুষ্টিয়া শহরের মজমপুর গেটে ট্রাফিক বক্সের কাছে সড়কের গর্তে পড়ে প্রচণ্ড ঝাঁকুনিতে মোটরসাইকেল থেকে আচমকা ছিটকে পড়েন ওই দম্পতি। সড়কের এক পাশে পড়ে যান বাবা-মা। মায়ের কোল থেকে অপর পাশে ছিটকে পড়ে যায় দেড় বছর বয়সী শিশু তামিম। ওই সময় একটি কাভার্ড ভ্যান শিশুটিকে চাপা দিলে ঘটনাস্হলেই তার মৃত্যু হয়। শিশুটির মা-বাবা প্রাণে বাঁচলেও চোখের সামনে একমাত্র সন্তানের করুণ মৃত্যু দেখে দুজনই অচেতন হয়ে পড়েন। ঘটনাটি গতকাল সোমবার দুপুরের। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার পর খবরটি তাৎক্ষণিক ফেসবুকে ছড়িয়ে পড়ে। দেখা দেয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া। সেই ক্ষোভ গিয়ে ঠেকেছে নির্মাণাধীণ পদ্মা সেতুর ওপরেও। অনেকে মন্তব্য করেন, পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সড়ক নির্মাণের ব্যয় প্রায় তিনগুণ বেশি। কিন্তু ‘দুর্নীতি’ সড়ককে টেকসই হতে দিচ্ছে না। বর্তমানে কুষ্টিয়াসহ সারা দেশের সড়ক-মহাসড়কের বেহাল অবস্হা। সড়কই যেখানে দিন দিন অচল হয়ে পড়ছে সেখানে পদ্মা সেতু দিয়ে কী হবে। সেতু নির্মাণের আগে সড়কগুলো সংস্কার ও নির্মাণ জরুরি হয়ে পড়েছে বলে তাদের অভিমত। প্রসঙ্গত, কুষ্টিয়ার প্রধান এই সড়কটি বেশ কিছুদিন ধরে চলাচলের অনুপযোগি হয়ে পড়ায় এ নিয়ে বহুবার গণমাধ্যমে খবর বের হলেও কর্তৃপক্ষের একটুও টনক নড়েনি। তবে মন্ত্রী বা আওয়ামীলীগের সরকারের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি কুষ্টিয়া এলে তখন সড়ক কর্তৃপক্ষ কোনো রকম জোড়াতালি দিয়ে ভাঙাচোড়া ঢেকে নিজেদের দায় সাড়েন।