বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কোটা কেন অবৈধ নয়??> হাইকোর্ট


ঢাকা প্রতিনিধি: শিক্ষক নিবন্ধন সনদধারীদের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে উপজেলা, জেলা কোটা পদ্ধতি কেন অবৈধ ঘোষণা করা হবে না- জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার (৮ নভেম্বর) এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্যাহর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এছাড়া নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি সংবিধানের সঙ্গে কেন সাংঘর্ষিক হবে না- রুলে তাও জানতে চাওয়া হয়েছে। শিক্ষা সচিব, এনটিআরসিএ কর্তৃপক্ষকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটকারী পক্ষে আইনজীবী ইশরাত হাসান আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি বলেন, জামালপুরের সেলিম রেজাসহ ১৭২ বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ-প্রত্যয়ন বিধিমালার ২০০৬-এর বিধি ৯-এর উপবিধি ২(গ) চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটটি দায়ের করেন। বিধিমালার ২-এর(গ)-তে বলা আছে, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের উপজেলা, জেলা এবং জাতীয়ভিত্তিক মেধাক্রম অনুসারে ফলাফলের তালিকা প্রণয়ন ও প্রকাশ করা হবে। কোটা প্রথা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করেন এ আইনজীবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *