কাহালুর প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার বীজ বিতরণ
কাহালু(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা/পুণবার্সন কার্যক্রমের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়।গত বুধবার কাহালু উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জননেতা অধ্যক্ষ মাওঃ তায়েব আলী। উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান এর সভাপতিত্বে, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌর মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতা আরজু কবিতা, দূর্গাপুর ইউ পি চেয়ারম্যান বদরুজ্জামান খান বদের, পাইকড় ইউ পি চেয়ারম্যান মিটু চৌধুরী।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আখেরুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রাসারণ অফিসার সঞ্জীব কুমার গোস্বামী,সহকারী উপজেলা কৃষি সম্প্রাসারণ অফিসার আব্দুস সাত্তার,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাসুদ রানা,উপ-সহকারী কৃষি অফিসার মিয়াজান আলী,তপন কুমার রায়, আব্দুল জলিল,শফিকুর রহমান,মহিবুল ইসলাম প্রমূখ। আলোচনা সভা শেষে উপজেলার ১ হাজার ৩৬০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়।