সাতক্ষীরা সদর হাপাতালে ডাক্টার কর্তৃক রোগী প্রতারিত

রেজওয়ান ভ্রাম্যমান প্রতিনিধি: সাতক্ষীরা সদর হাসপাতলের শিশু বিশেষজ্ঞ ডাক্তার শামসুর রহমানের বিরুদ্ধে রোগীদের হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। প্রাপ্ত অভিযোগে জানা যায়, হাসপাতালে কোন শিশু রোগী সংশ্লিষ্ট বিভাগে চিকিৎসা নিতে গেলে ডাঃ শামসুর রহমান মিস গাইড করে একটি বেসরকারী হাসপাতাল, ডক্টরস্্ ল্যাব এন্ড হাসপাতালে যেতে বাধ্য করে। তথ্য অনুসন্ধানে যানা যায় গ্রাম, গঞ্জ থেকে আসা অসহায় গরীব রোগীদের অভিভাবকরা শিশু রোগীদের নিয়ে সদর হাসপাতালে আসলে প্রথমে তাদের অন্যত্র নেওয়ার জন্য বলা হচ্ছে। তারা বাধ্য হয়ে ডাঃ শামসুর রহমানকে অনুরোধ করলে তাদেরকে বন্ড স্বাক্ষরের মাধ্যমে সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে কিন্ত বন্ড স্বাক্ষরের পর রোগীদের কারণে অকারণে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য স্থানীয় ডক্টরস্্্ ল্যাব এন্ড হাসপাতালে যেতে বাধ্য করছে। সদর হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার সু-ব্যবস্থা থাকলেও সেখানে পরীক্ষা করানো হচ্ছে না।এমন কি ডক্টরস্্ ল্যাব এন্ড হাসপাতালের বাহিরে থেকে পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে আসলে ঐ রিপোর্ট টেনে ছিড়ে ফেলে দিচ্ছে ডাঃ শামসুর রহমান । সরজমিনে দেখা যায় এর বাস্তব চিত্র। হাসপাতালে ভর্তি রোগী সিহাব, মাতা-স্বপ্না, আশাশুনি, বিভা, ঝুটিতলা এবং অনান্য রোগীর অভিভাবকদের নিকট জানতে চাহিলে তাহারা এমন কথা বলেন ও ডক্টরস্্ ল্যাব এন্ড হাসপাতাল থেকে বিভিন্ন পরীক্ষার প্রমানাদি দেখান এবং এব্যাপারে কেহ প্রতিবাদ করলে তাদের সাথে দূর্ব্যবহার ও অশোভন আচারণ করে। সে জন্য শিশু বাচ্ছার দিকে তাকিয়ে কেহ কোন প্রতিবাদ করতে পারছে না। এব্যপারে সদর হাসপাতালের আর.এম.ও এর কাছে মোবাইল ফোনের মাধ্যমে জানতে চাহিলে তিনি বলেন এব্যাপারে আমি কিছু জানি না তবে শুনেছি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *