কামারগোপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরিনের আচরনে এলাকাবাসী অতিষ্ঠ
স্টাফ রিপোর্টার: ঢাকা ডেমরা কামারগোপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরিন যথা সময়ে তার কর্তব্য পালন করছে না মর্মে জানা গেছে। প্রধান শিক্ষিকার কর্তব্যে অবহেলা ও গাফিলতির কারণে স্কুলের অন্যান্য শিক্ষিকারা যথা সময়ে উপস্থিত হচ্ছে না এবং এলাকাবাসীর সহিত স্কুলের জায়গা জমি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রধান শিক্ষিকার আচরণে এলাকাবাসী ব্যক্ত করে প্রধান শিক্ষিকা নাসরিন তার আচরন এতোই জঘন্য যাহা এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে পড়েছে। ছাত্র-ছাত্রীরাও তাদের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বৃহস্পতিবার সকালে অত্র পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধিদ্বয় সরেজমিনে সকাল ৮.০০ টায় স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষিকাকে না পেয়ে তার বাসা বাড়ীতে অবস্থান নিয়ে দেখা যায় ৮.৪৫ মিনিটেও বাসা বাড়ীর চেয়ারে অবস্থানরত আছে।
(চোখ রাখুন বিস্তারিত অচিরেই জানতে পারবেন)