সিলেটে বিএনপির ২ পক্ষের ধস্তাধস্তি, গাড়ি ভাঙচুর


সিলেট প্রতিনিধি: ফেনীতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়ি বহরের একটি গাড়িতে হামলার প্রতিবাদে মহানগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। তবে সমাবেশের পর সংগঠনটির দুই পক্ষের নেতাকর্মীদের মাঝে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এসময় একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার (০২ নভেম্বর) বিকেলে নগরীর রেজিস্ট্রারি মাঠ এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করেছিল জেলা ও মহানগর বিএনপি। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম জানান, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সমাবেশ শুরু হয়। মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে সমাবেশে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও মহানগর শাখার যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। সমাবেশ শেষে একটি মিছিল বের করার প্রস্তুতি নেয়া হয়। এসময় মিছিলের সামনে দাঁড়ানো নিয়ে ধস্তাধস্তিতে লিপ্ত হয় দলের নেতাকর্মীরা। ধস্তাধস্তির সময় সিটি করপোরেশনের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমকে ঘটনাস্থলে দেখা যায়। এ অবস্থায় মিছিল না করেই দলের সিনিয়র নেতাকর্মী চলে যান। অবশ্য, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সমাবেশ শেষে দলের জুনিয়রদের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানান। তবে, তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সমাবেশ শেষে বিএনপির দুটি পক্ষ ধস্তাধস্তির পর রেজিস্ট্রি মাঠ থেকে মিছিল বের করে। এক পর্যায়ে হাসান মার্কেটের সামনে ২টি গ্রুপ মুখোমুখি হলে দুই গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের বন্দর বাজার ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বেন চন্দ্র দেব ব্রেকিংনিউজকে জানান, এ বিষয়ে তারা খোঁজ খবর নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *