মিরপুরে বৃদ্ধের লাশ উদ্ধার॥ এলাকারবাসির দাবি অপহরণের ৩ দিন পরে নজরুলের লাশ উদ্ধার।


আহসান হাবিব লেলিন জেলা প্রতিনিধি কুষ্টিয়া: কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের নওদা গোপলপুর এলাকার দিন মুজুর নজরুল ইমলাম বিশ্বাস (৫২)”র লাশ মিরপুর থানার পুলিশ উদ্ধার করেছে, তবে নিকট প্রতিবেশী দাবি অপহরনের ৩ দিন পরে নজরুল ইসলামের লাশ পাওয়া যায়। তবে নজরুলকে হত্যা করে তার লাশ ফেলে রাখার হয়েছে বলে ও সাংবাদিকদের একাধিক সূত্র জানিয়েছে। এলাকার বাসি সূত্রে জানান নওদা গোপালপুর গ্রামের মৃত হামেদ উদ্দিন বিশ্বাসের পুত্র নজরুল ইসলাম বিশ্বাস ২ ছেলে ১ মেয়ের জনক। গত ৩০ শে অক্টোবর সোমবার রাত আনুমানিক ১০ টার সময় বাড়ির পাশের বাজার থেকে বাড়িতে ফিরার সময় রাস্তার মধ্যে থেকে কে বা কাহারা অপহরণ করে নিয়ে যায়, ঐ রাতসহ ৩ দিন আত্তিয় স্বজনের বাড়িতে অনেক খোঁজ খবর করে পাওয়া যায়নি। অবশেষে বাড়ির পাশে লাশ..?। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দুপুরে তালবাড়িয়া ক্যাম্পের এসআই দিদারুল ইসলাম, এএসআই রেজাউল ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে যায়, এদিকে হঠাৎ পুলিশ..? বাড়িতে এসেই বলে পুকুরের পাশের বাঁশ বাগানের মধ্যে লাশ পড়ে আছে। এ সংবাদ পাওয়ার পরে বাড়ির সকলে মিলে বাঁশ বাগানে জায় এবং মাটির সাথে মাথা ঠেকানো নজরুলের লাশ দেখতে পেয়ে তাৎক্ষনিক থানা অফিসার ইনচার্জকে অবগত করলে, এবং তাৎক্ষনিক মিরপুর থানা অফিসার ইনচার্জ ইন্সেপেক্টর রফিকুল ইসলাম, থানা ইন্সেপেক্টর তদন্ত আজিজুল রহমান, এসআই ফরিদ ও সঙ্গীয় ফোর্স যেয়ে লাশ উদ্ধার করে। এ রহস্যজনক মৃতদেহ উদ্ধারের সংবাদ পেয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন,মিরপুর-ইবি”র সার্কেল নুরে-ই-আলম সিদ্দিকি ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং লাশ ময়না তদন্তের জন্য পুলিশ থেফে জতে রাখা হয়। তবে তদন্ত চলছে। এ ব্যাপারে মিরপুর অফিসার ইনচার্জ ইন্সেপেক্টর রফিকুল ইসলাম মিরপুর রিপোর্টার্স ইউনিটি”র সাংবাদিকদের জানান-ময়না তদন্ত হলেই বুঝা যাবে নজরুলকে হত্যা করা হয়েছে নাকি আতœহত্যা করেছে। তবে পরিবারের লোকজন যদি মামলা করে আমরা মামলা গ্রহন করব। অপর দিকে লাশ উদ্ধার হওয়ার পরে পাশের বাড়ির ৬ পরিবারের লোকজন পালিয়ে যাওয়ার সংবাদ পাওয়া গেছে। পূর্বে থেকেই তাদের সাথে বিরোধ চলে আসছিল তাদের বাঁশ বাগান থেকেই মিরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *