রাসায়নিক বোমা হামলার শিকারদের ভিডিও দেখল জাতিসংঘ
চিকিৎসকদের কাছ থেকে সিরিয়ায় রাসায়নিক বোমা হামলার শিকার মানুষদের চিকিৎসার ভিডিও চিত্র দেখলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে রুদ্ধদ্বার বৈঠকে তারা এ ভিডিও চিত্র দেখেন।
বৈঠকে ১৫ কূটনীতিক এক সিরিয় ডাক্তারের একটি প্রতিবেদন শোনেন। এতে বলা হয়েছে, গত মাসে উত্তর সিরিয়ার ইদলিব এলাকার কাছাকাছি সারমিন গ্রামে ক্লোরিন বোমা হামলার শিকারদের তিনি চিকিৎসা করেছেন। ওই হামলায় ছয়জন নিহত হয়।