পাবনায় আন্দোলন স্থগিত করল বিএমএ
পাবনা প্রতিনিধি: পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মঞ্জুরা রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার প্রতিবাদে করা আন্দোলনের কর্মসূচি স্থগিত করা হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বৃহস্পতিবার বিএমএ পাবনা জেলা শাখার সভাপতি গোলজার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান। মঞ্জুরা রহমানকে ওএসডি করার প্রতিবাদে ও পাবনার জেলা প্রশাসককে (ডিসি) অপসারণের দাবিতে আন্দোলন করছিলেন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও বিএমএর সদস্যরা। সংবাদ বিজ্ঞপ্তিতে গোলজার হোসেন উল্লেখ করেন, ‘পাবনা সদর আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএমএ, স্বাচিপের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলনের কর্মসূচি সাময়িক স্থগিত করা হলো। পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গত ১৮ অক্টোবর দুপুরে পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো তাঁর কার্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় একজন ম্যাজিস্ট্রেট পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মঞ্জুরা রহমানের কাছে ফোন করে একজন চিকিৎসককে ডিসির অফিসে পাঠানোর জন্য অনুরোধ করেন। জবাবে কর্কশ ভাষায় মঞ্জুরা রহমান বলেন, এখন কোনো চিকিৎসক নেই। ডিসি সাহেবকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠিয়ে দেওয়ার কথা বলে তিনি ফোন রেখে দেন। এ ছাড়া হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ারও পরামর্শ দেন তিনি। পরে পাবনার সিভিল সার্জন ডা. তাহাজ্জেল হোসেনের কাছে ফোন করা হলে তিনি তাঁর অফিসের মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামানকে সঙ্গে নিয়ে ডিসির বাংলোয় যান এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় চিকিৎসা দেন। এ বিষয়টিসহ অন্যান্য সব অভিযোগ স্বাস্থ্য বিভাগের নজরে আনলে তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়ায় গত বৃহস্পতিবার বিকেলে এক চিঠিতে ডা. মঞ্জুরা রহমানকে মহাপরিচালকের দপ্তরে ওএসডি হিসেবে স্ট্যান্ড রিলিজ করা হয়। মঞ্জুরা রহমানের জায়গায় মাহমুদ হাসানকে ২৫০ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক হিসেবে বদলি করা হয়। এরপরই হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও বিএমএর সদস্যরা আন্দোলন শুরু করেন।