সাপাহারে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্র ছাত্রীদের ভূমিকা শীর্ষক রাচনা প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলার তিলনা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহযোগীতায় বিদ্যালয়ের শ্রেণী কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিলনা ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দীন প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী শিক্ষক মিন্টু, ভূট্টপাহান, ব্র্যাক সামাজি ক্ষমতায়ন কর্মসূচির সীমা পারভীন প্রমুখ বক্তব্য প্রদান করেন। এসময় ওই অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী ও ৬ষ্ট হতে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত এধরনের কর্মসূচিকে অনেকেই সাধুবাদ ও ব্র্যাককে স্বগত জানিয়েছেন।