দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বেনাপোলের বারোপোতা গ্রাম থেকে ২৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার। আটক ২
শেখ নাছির উদ্দিন বেনাপোল: যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বেনাপোল বন্দর থানার বারোপোতা গ্রামে অভিযান চালিয়ে ২৬৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আব্দুল আহাদের ছেলে আসাদুজ্জামান (৩৮) ও মৃত খোরশেদ মোড়লের ছেলে মিজানুর রহমান (৭০) কে আটক করেছে। সোমবার (২১ আগস্ট) ভোরে উত্তর বারোপোতা গ্রামের একটি বাগান থেকে উক্ত ২৬৫ বোতল ফেনসিডিল সহ আসাদুজ্জামান ও মিজানুরকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সূত্রে খবর আসে বেনাপোলের বারোপোতা গ্রামের একটি বাগানে মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল মজুদ করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে আসাদুজ্জামান ও মিজানুরকে ২৬৫ বোতল ফেনসিডিল সহ আটক করে। যশোর মাদকদ্রব্য নিযয়ন্ত্রণ অধিদপ্তরের ডিডি নাজমুল কবির ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ফেনসিডিল সহ আসামী দুইজনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।