সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় ঘাঘট নদীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে
মোশাররফ হোসেন বুলু, সুন্দরগঞ্জ (গাইবান্ধা): । বামনডাঙ্গা-নলডাঙ্গা পাকা রাস্তা পানির তোড়ে ভেঙ্গে যাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। হুমকির মুখে পড়েছে রেল সেতু। পানি বিপদ সীমার ৪ সেন্টি মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দিনাজপুরের বন্যার পানি ঘাঘট নদী দিয়ে প্রবাহিত হয়ে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা এলাকায় বন্যার পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গতকাল রবিবার সকাল ৮টার দিকে বামনডাঙ্গা-নলডাঙ্গা পাকা রাস্তা ভেঙ্গে যাওয়ায় যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় আরো সহ¯্রাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। হুমকির মুখে পড়েছে বামনডাঙ্গা বন্দর ও রেল সেতু। যে কোন সময় আরো বড় ধরণের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বামনডাঙ্গার সাতগিরি, হিরো বাজার, পাটকাপাড়া, বামনডাঙ্গা বন্দর, কাটগড়া বাজার, দক্ষিণ সাহাবাজ গ্রামের রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। আমনক্ষেত নিমজ্জিত হয়েছে ২ হাজার হেক্টর। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে সর্বানন্দ ইউনিয়ন, ধোপাডাঙ্গা ইউনিয়ন, রামজীবন ইউনিয়ন ও ছাপড়হাটী ইউনিয়নের ৩০ গ্রাম তলিয়ে যাবে পানির নিচে। পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা যায়, বর্তমানে বামনডাঙ্গা এলাকায় ঘাঘট নদীর পানি বিপদ সীমার ৪ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার, উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া, উপজেলা প্রকৌশলী আবুল মনছুর, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ছিড়ে যাওয়া রাস্তা মেরামতের উদ্যোগ নিয়েছেন।