অবৈধ গর্ভপাত ঘটিয়ে প্রতিপক্ষকে মামলায় ফাঁসানোর চেষ্টা : পত্রিকায় খবর প্রকাশের জের ধরে বসতবাড়ীতে হামলা-ভাঙচুর, সংঘর্ষে আহত ৫
আশরাফুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্ব শত্র“তার জের ধরে ৭ মাসের অন্তঃসত্ত্বার অবৈধ গর্ভপাত ঘটিয়ে প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টার খবরটি পত্রিকায় প্রকাশিত হওয়ার জের ধরে বৃহস্পতিবার সকালে বসতবাড়ী হামলা-ভাঙচুরের ঘটনায় ৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের তেকানী গ্রামে। জানা যায়, উক্ত গ্রামের মৃত মহির উদ্দিনের পুত্র নুরু মিয়ার সাথে একই গ্রামের বিবাদী হামিদ গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। উক্ত জমি সংক্রান্ত বিষয় নিয়ে আদালত উভয়পক্ষকে ১৪৪ ধারার নোটিশ জারি করেন। এ বিষয়ে গত ৯ এপ্রিল বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় খবর প্রকাশিত হওয়ায় বিবাদী হামিদ, আয়নাল, আতিয়ার, এনতাজ ও দুদু মিয়া ক্ষিপ্ত হয়ে ভাড়াটিয়া আরো ১৪/১৫ সন্ত্রাসী বাহিনীর নেতৃত্বে নুরু মিয়ার বসতবাড়ীতে হামলা-ভাঙচুর চালাতে থাকে। এ সময় তাদের আঘাতে নুরু মিয়া (৫৫), খায়রুল (২৫) শামছুন্নাহার (৩০), ফাতেমা (২৩) ও খায়রুন্নেছা (৪৫) আহত হয়। এদের মধ্যে নুরু মিয়া গুরুতর জখম হলে তাকে নিকটবর্তী দিনাজপুর জেলার ওসমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিবাদীগণের সন্ত্রাসী বাহিনীর ভয়ে নুরু মিয়া গংরা আহতদের সঠিকভাবে চিকিৎসা দিতে পারে না। এ ব্যাপারে পলাশবাড়ী থানায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে।