কুষ্টিয়ার দৌলতপুরের মৌবাড়ীয়া প্রাইমারী বিদ্যালয়ে ঝুকিপৃর্ন ভবনে চলছে পাঠদান।
হেলাল উদ্দিন দৌলতপুর উপজেলা প্রতিনিধি(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরের ৯৩নং মৌবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ের ঝুকিপূর্ন ভবনে
চলছে ছাত্র-ছাত্রীদের পাঠদান। সম্প্রতি এক ভূমিকম্পের ফলে ভবনটি অধিক ঝুকিপূর্ন হয়ে পড়েছে। যার কারনে যে কোন মুহুর্তে ছোট ছোট দুর্ঘটনার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার আশংক রয়েছে। এলাবাসি জানায়, ১৯৫৮ সালে তাদের নিজেস্ব অর্থায়নে ভবন নির্মান করা হয়। যা বর্তমানে পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে। অন্য দিকে কর্তৃপক্ষ ১৯৯৭ সালে ২ কক্ষ বিশিষ্ট একটি পাকা ভবন নির্মান করেন। এরপর বিদ্যালয়ে আর কোন উন্নয়নের ছোয়া লাগেনি। সরেজমিন ঘুরে দেখা গেছে, পুরাতন ভবনের একাংশ অত্যান্ত ঝুকিপূর্ন হওয়ায় দীর্ঘদিন আগে পরিত্যাক্ত ঘোষনা করা হয়েছে। অন্য অংশের বেহালদশা । অপর ২কক্ষ বিশিষ্ট ভবনের ১টি শিক্ষকদের কক্ষ, আর অন্য টি শ্রেনী কক্ষ যেখানে ৫ শ্রেনিতে প্রায় ২০০ ছাএ ছাএী সেখানে মাএ ১টি কক্ষে ক্লাস করা অসম্ভব,তাই ঝুকি যেনেও পরিত্যাক্ত ভবনে নেওয়া হচ্ছে ক্লাস,১৯৫৮সালে নির্মান করা ভবনটি অত্যান্ত বেহালদশা। ভবনে একাধিক স্থানে ছোট-বড় ফাটল ধরেছে। ছাদের বিভিন্ন জায়গা থেকে প্লাষ্টার খসে পড়ছে। দেয়াল ও ফ্লোর স্যাত স্যাতে অবস্থা বিরাজ করছে। বিদ্যালয়ের অবকাঠামো অবস্থা খুবই নাজুক। এখানে নেই পর্যপ্ত পরিমান চেয়ার, বেঞ্চ ও টেবিল। প্রধান শিক্ষক মাসুদুজামান জানান বিষয়টি তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌফিকুর রহমান ও প্রকৌশলী, মোঃ সাইদুর রহমান বলেন ঝুকিপূর্ন স্কুল ভবন পরির্দশন শেষে নতুন ভবন নির্মান জন্য জোর চেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।