কেশবপুরে মৎস্য ঘেরের বেড়ি কাটাকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত-৬
তন্ময় মিত্র বাপী,(যশোর): যশোরের কেশবপুরে মৎস্য ঘেরের বেড়ি কাটাকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৬ জন আহত হয়েছে। আহতদের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে থানায় অভিযোগ হয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার ঝিকরা গ্রামের সাহাদাৎ মোড়লের সাথে প্রতিবেশি আমিন মোড়লের সঙ্গে দীর্ঘদিন ধরে মৎস্য ঘের নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে কথা কাটা-কাটি এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ আহত হন সুফিয়া বেগম (৩৭), তার মেয়ে মমতাজ খাতুন (১৭), সাইফুল্যাহ (২২), ইমরান হোসেন (১৬), সাহাদাত মোড়ল (৫৫)। আমিন মোড়ল সাংবাদিকদের জানান সাহাদাৎ এর ছেলে দুধর্ষ প্রকৃতির লোক হওয়ায় সে বিভিন্ন সময় আমার মৎস্য ঘেরে মাছ চুরি করে থাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় ১ বিঘা মৎস্য ঘেরের মাছ চুরি করাসহ ঘেরের ভেড়ি কেটে দিলে ঘেরে থাকা রুই, কাতলা, মৃগেল, জাপানি, সিলভার, গ্লাসর্কাপসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩০ মণ মাছ ঘের বেরিয়ে যায়। তাতে প্রায় লক্ষধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। তিনি আরও জানান ওই সময় আমার স্ত্রী ও মেয়ে প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে আমার স্ত্রীকে শ্লীলতাহানী ঘটায় এবং মেয়ের গলায় থাকা ৪৮ হাজার টাকার একটি স্বর্ণের চেন জোর পূর্বক ছিনিয়ে নেয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা প্রস্তুত চলছিল বলে আমিন মোড়ল জানান।