নোয়াখালীতে বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুর রব এর নামে স্থাপিত রাস্তার নামফলক ভাংচুুর।

Name plate
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর মাইজদি বাজার- রাজগঞ্জ সড়ক সংলগ্ন বানাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আবদুর রবের নামে স্থাপিত রাস্তার নামফলকটি দুর্বৃত্তরা রোববার রাতে ভেঙ্গে ফেলেছে । এ ঘটনায় মুক্তিযোদ্ধা আবদুর রব সোমবার বিকালে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বেগমগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে জানা যায়, বেগমগঞ্জ উপজেলার বানাবাড়িয়া কাজী বাড়ির মৃত কাজী সরু মিয়ার ছোট ছেলে কাজী আবদুর রব পাকিস্তান আমলে নৌ বাহিনীতে চাকরিরত ছিলেন। ১৯৭১ সালের ৭ মার্চের বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে সক্রীয় অংশগ্রহণ করেন। তিনি একজন গ্যাজেটভূক্ত ও ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। ২০১৩ সালের ১৭ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ উন্নয়ন শাখা- ২ থেকে সিনিয়র সহকারী সচিব জসিম উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ‘বানাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে হাফিজপুর আলিম মিয়ার বাড়ী পর্যন্ত সংযোগ রাস্তাটি ‘বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আবদুর রব’ এর নামে নামকরন অনুমোদন দিয়ে নোয়াখালী জেলা প্রশাসককে অবহিত করা হয়। পরবর্তীতে ২০১৬ সালে সরকারিভাবে বানাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদের পাশে নাম ফলকটি স্থাপন করা হয়। গত রোববার রাতের কোন এক সময় কে বা কারা নাম ফলকটি ভেঙ্গে চুরমার করে ফেলেছে। মুক্তিযোদ্ধা আবদুর রব মুঠো ফোনে সমকালকে আরো বলেন- তার সাথে প্রতিবেশীদের ভূমি ,মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। প্রতিহিংসা বশতঃ তারা রাতের অন্ধকারে ওই নামফলকটি হয়ত ভেঙ্গে ফেরতে পারে বলে তার ধারনা। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান সাজিদ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ নূরুল আমিনকে দায়িত্ব দিয়েছে। মঙ্গলবার সকালে রাজগঞ্জ ক্যাম্প ইনচার্জ অভিযোগ পত্র প্রাপ্তীর কথা নিশ্চিত করে সমকালকে জানিয়েছে,দ্রুততম সময়ে তদন্তে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *